বিজ্ঞপ্তি : Title of the document ****নোটিশ*** ২০২৪ - ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১৫/০৯/২০২৪ তারিখ থেকে ৩০/০৯/২০২৪ তারিখ পর্যন্ত চলবে। ** লোকমানপুর মহাবিদ্যালয়ের ওয়েব সাইটে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ১৫-০৯-২০২৪ইং থেকে ৩০-০৯-২০২৪ইং তারিখ প্রর্যন্ত এন্টি করা হবে। শিক্ষার্থীরা রেজিষ্ট্রার শাখা হতে ফরম সংগ্রহ করে ফরম পুরন করে কলেজের রেজিষ্ট্রার শাখায় জমা দেবার জন্য নির্দেশ করা হলো।.
Course Image
Course Image
Course Image
Course Image
Course Image
Course Image
Course Image
Course Image
ড. মুহাম্মদ ইউনূস
Chief Adviser of Bangladesh.
no image
অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার
Education Adviser , Ministry of Education.
no image

Video Gallery...



প্রতিষ্ঠানের ইতিহাসঃ

লোকমানপুর মহাবিদ্যালয়, লোকমানপুর বাগাতিপাড়া, নাটোর এর পক্ষ থেকে স্বাগতম। পরম করুনাময় আল্লাহ্ তায়ালার প্রতি প্রথমে কৃজ্ঞতা প্রকাশ করছি। লোকমানপুর এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব মোঃ আকবর হোসেন পিতাঃ মৃত মান্নান সরকার, গ্রামঃ মাড়িয়া, ডাকঘরঃ লোকমারপুর, উপজেলাঃ বাগাতিপাড়া, জেলাঃ নাটোর আহবায়ক হয়ে লোকমানপুরে একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে লোকমানপুর উচ্চ বিদ্যালয়ে একটি সাধারন সভার আয়োজন করলে এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ১৯৯৬খ্রীঃ লোকমানপুর মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। যার কারনে সর্ব প্রথম আমরা মোঃ আকবর হোসেন সাহেবের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। তার আহবানে সাড়া দিয়ে মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যারা শ্রম দিয়েছেন তাদের নাম ১। মৃত ইয়ার উদ্দিন সরকার, ২। মৃত মান্নান সরকার, ৩। মৃত আব্দুল কুদ্দুস মেম্বার, ৪। রফিকুল ইসলাম (রুস্তম), ৫। এস এমম বদিউজ্জামান, ৬। ... জমসেদ আলী সরকার, ৭। মোঃ আকরাম হোসেন, ৮। নওশের আলী সরকার, ৯। মঞ্জু হোসেন, ১০। মোঃ মতিউর রহমান প্রমুখব্যাক্তবর্গের প্রতি জানাই গভির শ্রদ্ধা বোধ। গভির শ্রদ্ধাবোধ জানাই বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ জননেতা মমতাজ উদ্দিন (এম,পি) যার প্রচেষ্টায় ২০০০ খ্রীঃ লোকমানপুর মহাদ্যিায়টি এম,পি,ও ভূক্ত হয়।
গ্রামিন শিক্ষার অগ্রগতির জন্য এলাকার দরিদ্র বেকার জনগোষ্টিকে সুশিক্ষায় শিক্ষিত করে বেকারত্ব লাঘব করে আত্নসচেতনতা বোধ জাগিয়ে তোলাই ছিল লোকমানপুর মহাবিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। মহাবিদ্যালয়টি স্থাপিত হওয়ার কারনে হত-দবিদ্রমানুষের ছেলে মেয়েরাও শিক্ষা গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাচ্ছে।
বর্তমানে মহাবিদ্যালয়টি বাগাতিপাড়া উপজেলার মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে। লোকমানপুর মহা্বিদ্যালয়টি অভিজ্ঞ শিক্ষক মন্ডলি দ্বারা পরিচালিত হওয়ায় শিক্ষার গুনগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠার লগ্ন থেকে আজ পর্যন্ত স্বেচ্ছাপ্রনোদিত হয়ে যারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করেছেন তাদের সবার প্রতি আমরা চির কৃতজ্ঞ।


অধ্যক্ষের বানীঃ

আমাদের প্রত্যাশা, লক্ষ্য ও উদ্দেশ্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন ২০২১ ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকারি বিধি ও নির্দেশ মোতাবেক ওয়েবসাইটটি উন্নত করার চেষ্টা করা হচ্ছে। আমি বিশ্বাস করি এই ওয়েবসাইটটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলের জন্য শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ফলাফল প্রস্তুত করা সহ সকল কাজ অনলাইন সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করার পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। আশা করছি ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের ডেটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে। আপডেট তথ্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য লোকমানপুর মহাবিদ্যালয়, বাগাতিপাড়া,নাটোর ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ... সরকার কর্তৃক গৃহিত নতুন শিক্ষা নীতির আলোকে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর, শিক্ষাদানের মাধ্যমে দক্ষ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব এবং প্রতিষ্টানই হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার একমাএ কেন্দ্রবিন্দু। বিভিন্ন পাবলিক পরিক্ষায় ভাল ফলাফল নিশ্চিতকরনে রয়েছে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা। বাংলাদেশের সঠিক ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সামাজিক মুল্যবোধ, মানবতাবোধ, দেশপ্রেম এবং সৃজনশীল প্রতিভা বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। সর্বোপরি অত্র প্রতিষ্টানটিকে এই অঞ্চলের একটি অনুকরণীয় শিক্ষা প্রতিষ্টান হিসেবে গড়ে তোলা এবং শিক্ষা বিস্তারে যুগোপযোগী ভূমিকা পালন করা।



(MST ASMA KHATUN)

President

0



(MD FARUQ UDDIN BISWAS)

Principal

01719864414


কর্মকর্তা/কর্মচারী

শিক্ষার্থী

Contact Information

Lokmanpur College

Address : Bagatipara, Natore.

Email : lokmanpur.co@yahoo.com

Mobile : 01311313822

Copyright © Lokmanpur College-2018 All rights reserved. Develop By BDONLINEIT